শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।
মোঃ নুরুল ইসলাম
প্রধান শিক্ষক,
চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়, চিকনাগোল, জৈন্তাপুর, সিলেট।
চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সিলেট জেলার একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। এটি শিক্ষার মান, শৃঙ্খলা এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের জন্য এলাকায় সুনাম অর্জন করেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জনের দ্বার উন্মোচন করেছে এবং একে একে অসংখ্য মেধাবী শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছে।
বিদ্যালয়টিতে পাঠদান করেন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকরা, যারা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায়ও দীক্ষিত করে তোলেন। এখানে রয়েছে বিজ্ঞান ও মানবিক বিভাগসহ আধুনিক পাঠদান পদ্ধতি, গ্রন্থাগার, ল্যাবরেটরি এবং খেলাধুলার ব্যবস্থা।
প্রতিবছরই চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে। বিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব, যা ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়ালেখা করতে সহায়তা করে।
এই বিদ্যালয় শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং এটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে